অমর একুশের প্রতি দেশবাসীর গভীর শ্রদ্ধা নিবেদন
উত্তীর্ণ হইয়াছে অমর একুশে ফেব্রুয়ারী। সমগ্র জাতি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করিয়াছে ভাষাআন্দোলনের অমর শহীদদের। সরকারীভাবে একুশে ফেব্রুয়ারী জাতীয় শােক দিবস হিসাবে চিহ্নিত। জাতীয় পতাকা অর্ধনমিত রাখিয়া সমগ্র দেশ জানাইয়াছে বীর শহীদদের প্রতি জাতীয় সম্মান। একুশের প্রথম প্রহরে রাত্রির বক্ষ বিদীর্ণ করিয়াছে অমর সঙ্গীত: “আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারী পাড়া-মহল্লা সচকিত হইয়াছে প্রভাতফেরীর নগ্ন পায়ের স্পর্শে। অঞ্জলি ভরিযা ফুলের নৈবেদ্য লইয়া মিছিলের সারি শােকমগ্ন শান্ত পদক্ষেপে চলিয়াছে। সব মহল্লা হইতে ছােট-বড় অসংখ্য মিছিল শােক বিধুর সঙ্গীত কণ্ঠে লইয়া চলিয়াছে শহীদ মাজারে, শহীদ মিনারে। প্রত্যেক বৎসরের মত এ বছরেও একুশে পরিবেশ ছিল ভাবগম্ভীর। এবারের একুশ সুশৃঙ্খল ব্যবস্থাপনার বৈশিষ্ট্য মণ্ডিত। অন্যান্য বছর হইতে ব্যতিক্রম পুস্পার্ঘ্য নিবেদনের ক্ষেত্রেও। শহীদদের মাজারে ও শহীদ মিনারে প্রথম পুস্পার্ঘ্য নিবেদন করিয়াছেন মহান ভাষা আন্দোলনের সৈনিক জাতির জনক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুষ্পার্ঘ্য নিবেদিত হইয়াছে শহীদ মিনারের পাদদেশে একটি সুনির্দিষ্ট স্থানে।
বঙ্গবন্ধুর সহিত ছিলেন প্রধানমন্ত্রী জনাব মনসুর আলী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী জনাব তােফায়েল আহমদ, বন্যানিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানিসম্পদ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবত, কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ, শিল্পীমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব এ, এইচ এম কামরুজ্জামান প্রমুখ মন্ত্রী। ইহার পর তথ্যমন্ত্রী জনাব এম কোরবান আলী, ভূমি প্রশাসন ও সমবায় মন্ত্রী মি: ফণীভূষণ মজুমদার, প্রতিমন্ত্রী মি: ক্ষিতীশ মণ্ডল প্রমুখ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। ইহার পর বাঙলা একাডেমী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা নগর আওয়ামী লীগ, ভারতীয় সাহিত্যিকবৃন্দ ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয় ছাত্র সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদদের মাজার ও শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
সর্ববৃহৎ মিছিল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ কৃষক লীগের সম্মিলিত নগ্নপদ মিছিল। সকাল ৮ টায় এই মিছিল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ভাের বেলায় কেন্দ্রীয় শহীদ দিবস উদযাপন কমিটির মূল প্রভাতফেরী কার্জন হল হইতে বাহির হইয়া মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সকাল সাড়ে আটটায় শহীদ মিনারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান উপাচার্য ড: আবদুল মতিন চৌধুরী।
একুশের সকালে জাতীয় সংসদের পক্ষ হইতে শহীদ মাজারে ফাতেহা পাঠ ও শহীদ মিনারে মুস্পার্ঘ। নিবেদন করেন, জাতীয় সংসদের স্পীকার জনাব আবদুল মালেক উকিল ও ডেপুটি স্পীকার জনাব মােহাম্মদ বরকতুল্লাহ।
বাংলাদেশস্থ সমাজতান্ত্রিক কৃষ্টিসমূহের কূটনৈতিক মিশনের প্রধানদের একটি মিছিল অপরাহ্নে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এই মিছিলের নেতৃত্ব করেন, পােলিশ রাষ্ট্রদূত এবং ডিপ্লোমেটিক কোর-এর ডীন মি: জেড বাইজেসকিন। ইউনাইটেড পিপলস পার্টি, জাতীয় ছাত্রদল, বাংলাদেশ লেওয়ে শ্রমিক লীগ, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ লীগ, বাংলাদেশ গার্লস গাইড, মােক্তার সমিতি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ মহিলা সমিতি, কেন্দ্রীয় কচিকাঁচার মেলাসহ বিভিন্ন সংগঠন মাজার ও শহীদ মিনারে শ্রদ্ধা জানান। নারায়ণগঞ্জে যথাযােগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত হইয়াছে বলিয়া আমাদের নিজস্ব সংবাদদাতা জানাইয়াছেন।
মহান একুশে উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর মিলনায়তনে গতকাল (শনিবার) বিকালে এক দেশাত্মবােধক গানের আসর বসে।
অনুষ্ঠানের প্রারম্ভে একাডেমীর মহাপরিচালক ড: মুস্তফা নূর-উল-ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বাংলাদেশ মহিলা সমিতির এক প্রেস বিজ্ঞপ্তি জানানাে হইযাছে যে, মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে অদ্য রবিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে এক আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত