You dont have javascript enabled! Please enable it! 1975.02.20 | দুই শতাধিক তােলা স্বর্ণ উদ্ধার | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দুই শতাধিক তােলা স্বর্ণ উদ্ধার

সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালানীদের তৎপরতা সম্পর্কে সদা জাগ্রত থাকায় সেনাবাহিনীর জওয়ানরা সম্প্রতি ২ শত ১২ তােলা ৯ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করিতে সক্ষম হইয়াছে।
বাসস ও এনা আন্তঃবাহিনী গণসংযােগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়া গতকাল (বুধবার) জানায় যে গােপন সূত্রে খবর পাইয়া সেনাবাহিনীর টহলদানরত একটি দল সম্প্রতি আখাউড়া সীমান্ত এলাকায় ৭জন স্বর্ণ চোরাচালানীকে গ্রেফতার করিয়া তাহাদের নিকট হইতে ১শত ৩৬ তােলা ৯ আনা ৪ রতি স্বর্ণ উদ্ধার করে। অপর একটি ঘটনায় সেনাবাহিনীর জওয়ানরা ৭৬ তােলা স্বর্ণ উদ্ধার ও ২ জন স্বর্ণ চোরাচালানীকে গ্রেফতার করে বলিয়া খবরে বলা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২০ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত