You dont have javascript enabled! Please enable it! 1975.02.21 | ঝালকাঠিতে ৯২০ মণ গমসহ চার ব্যক্তি গ্রেফতার | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ঝালকাঠিতে ৯২০ মণ গমসহ চার ব্যক্তি গ্রেফতার

ঝালকাঠি (বরিশাল), ১৮ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)-সম্প্রতি ঝালকাঠি থানার ওসি জনাব হারুনর রসিদ কৃতিত্ব সহকারে ৯২০ মণ গম আটক এবং পরিবহন কন্ট্রাক্টরের প্রতিনিধিসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করিতে সক্ষম হইয়াছেন।
ঘটনার বিবরণে প্রকাশ, উক্ত গম খুলনার মেসার্স মাহবুব এণ্ড ব্রাদার্স নামক একটি পরিবহন ফার্মের তত্ত্বাবধানে মহেশ্বরপাশা এল এস ডি হইতে অন্যত্র প্রেরণ করা হইয়াছিল। উক্ত পার্ম গম নৌকায় বােঝাই করিয়া ঝালকাঠি লইয়া আসে এবং নির্বিঘ্নে কালােবাজারে বিক্রয় করার জন্য ওসিকে বিরাট অংকের টাকা ঘুষ দেওয়া চেষ্টা চালায়। এ ব্যাপারে কন্ট্রাক্টরের জনৈক প্রতিনিধি থানায় গমন করিয়া ঘুষের টাকার পরিমাণ সম্পর্কে স্বয়ং ওসি সাহেবের সাথেই আলােচনার প্রয়াস পায়। ওসি সাহেব উক্ত প্রতিনিধিকে আলাপ-আলােচনার মধ্যে ব্যস্ত রাখিয়া গােপনে এস, আই জনাব হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নৌকার কাছে পাঠাইয়া দেন। অতঃপর তিনি নিজে ঘুষ গ্রহণে রাজী হওয়ার ভান দেখাইয়া উক্ত প্রতিনিধিসহ নৌকায় গমন করেন এবং মালামালসহ ৪ ব্যক্তি আটক করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২১ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত