মানবতার সেবায় আগাইয়া আসুন
মানবতার সেবায় নিয়ােজিত লায়ন সদস্যদের সেবাকার্যে সাহায্যের হাত সম্প্রসারণের জন্য শিল্পমন্ত্রী জনাব এ, এইচ, এম কামরুজ্জামান বিত্তশালী ও দেশ-প্রেমিকদের প্রতি আবেদন জানাইয়াছেন। বাসস, এনা ও বিপিআই জানায়: গতকাল (রবিবার) সকালে মীরপুরের শিশুকল্যাণ কেন্দ্রে একটি চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনের পর শিল্পমন্ত্রী ঢাকা উত্তর লায়ন্স ক্লাবের – সদস্য ও সকল শ্রেণীর জনগণের প্রতিনিধিদের উদ্দেশ্য বক্তৃতাদান কালে এই আহ্বান জানান। শিল্পমন্ত্রী দুঃস্থ মানবতার দুঃখ লাঘবে লায়নদের ভূমিকার প্রশংসা করেন। সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সহযােগিতা প্রদান করার জন্যও তিনি লায়নদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মন্ত্রীকে ঢাকা উত্তর লায়ন্স ক্লাবের ‘অনারারী’ সদস্য করা হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৭ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত