You dont have javascript enabled! Please enable it! 1975.02.19 | মন্ত্রীদের সম্পত্তির হিসাব দিতে হইবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

মন্ত্রীদের সম্পত্তির হিসাব দিতে হইবে

গতকাল (মঙ্গলবার) মন্ত্রীসভার এক সিদ্ধান্ত মােতাবেক সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত অন্যান্য ব্যক্তির ধন-সম্পত্তির বিবরণ প্রেসিডেন্টের নিকট পেশ করিতে হইবে।
বঙ্গবন্ধুর সভাপতিত্বে গতকাল গণভবনে মন্ত্রীসভার এক বৈঠকে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং এই ধরনের পদমর্যাদা বিশিষ্ট অন্য সকলকে তাহাদের ধন-সম্পত্তির হিসাব দিতে হইবে। নিজের নামে, স্ত্রীর নামে বা পুত্র-কন্যার নামে অর্জিত সকল ধরনের সম্পত্তি হিসাবে অন্তর্ভুক্ত করিতে হইবে।
বাসস, এনা ও বিপিআই পরিবেশিত খবরে বলা হয় যে, ৩ জন মন্ত্রী ছাড়া অন্য সকল মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রী ড: কামাল হােসেন, অর্থমন্ত্রী ড: মল্লিক এবং আইন মন্ত্রী মি: ধর দেশের বাহিরে আছেন বলিয়া মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত থাকিতে পারেন নাই।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত