ব্যক্তিগত ব্যবহারের জন্য কর্ডনিং এলাকার বাহিরে চাউল নেওয়া যাইবে
সরকার ব্যক্তিগত ব্যবহারের জন্য কর্ডনিং আওতাভুক্ত জেলার বাসিন্দা যাহারা এ জেলার বাহিরে বসবাস করেন তাহাদের ক্ষেত্রে কর্ডনিং এলাকায় বাহিরে চাউল লইয়া যাইবার অনুমতিদানের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন বলিয়া একটি সরকারী হ্যান্ড আউটে উল্লেখ করা হয়।
তবে এই চাউল নিজের জমির উৎপন্ন ফসল হইতে হইবে এবং বাজার হইতে ক্রয় করা চলিবে না। উর্ধ্বে ছয় মণ পর্যন্ত চাউল জেলার বাহিরে লইয়া যাওয়া চলিবে। এ জন্য যথার্থ ব্যক্তিগত ব্যবহারকারীকে সংশ্লিষ্ট এলাকার রিজিউনাল কন্ট্রোলার অব ফুড কিম্বা জেলা ফুড কন্ট্রোলারের নিকট হইতে অনুমতিপত্র সংগ্রহ করিতে হইবে। এই অনুমতিপত্র শুধু একবারের জন্য বলবৎ থাকিবে।
ব্যবসায়িক কারণে কাহাকেও কর্ডনিং আওতাভুক্ত জেলার বাহিরে চাউল লইয়া যাইতে দেওয়া হইবে না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত