কর্ডনিং প্রত্যাহার
সারাদেশে ধান-চাউল আনা-নেওয়ার ব্যাপারে আরােপিত জেলা কর্ডনিং ব্যবস্থা গতকাল (শনিবার) হইতে প্রত্যাহার করা হইয়াছে। তবে হাতিয়া, সন্দ্বীপ প্রভৃতি উপকুলীয় দ্বীপসমূহে পূর্বের মতই কর্ডনিং বলবৎ থাকিবে।
গতকাল (শনিবার) এক সরকারী ঘােষণায় বলা হয়: কর্ডনিং ব্যবস্থা প্রত্যাহার করার পরেও সরকারের ধান-চাউল সংগ্রহ অভিযান অব্যাহত থাকিবে। প্রত্যেক লেভীদাতাকে তাহার উপর ধার্যকৃত নির্ধারিত পরিমাণই ধান চাউল সরকারকে অবশ্য দিতে হইবে।
ঘােষণার আরও বলা হয় যে, যাহারা এখনও লেভীর ধার্যকৃত ধান-চাউল সরকাররের নিকট জমা দিতে পারেন নাই, তাহাদের সুবিধার জন্য সরকার ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত পরিবহন ভাতা প্রদানের সুযােগ বৃদ্ধি করিয়াছেন। ৫ মাইল পর্যন্ত প্রতিমণের জন্য ২ টাকা, ৫ হইতে ১০ মাইল পর্যন্ত দূরত্বের জন্য মণপ্রতি ৩ টাকা এবং ১০ মাইলের উর্ধ্বের দূরত্বের জন্য মণপ্রতি ৪ টাকা হারে পরিবহন ভাতা দেওয়া হইতে বলিয়া ঘােষণায় বলা হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত