You dont have javascript enabled! Please enable it! 1975.02.16 | সমাজকল্যাণ সেমিনারে গ্রামীণ সুপ্ত চেতনা বিকাশে ব্যবস্থা গ্রহণের সুপারিশ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সমাজকল্যাণ সেমিনারে গ্রামীণ সুপ্ত চেতনা বিকাশে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

গত বৃহস্পতিবার সমাপ্ত সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় জাতীয় সেমিনারে গ্রামীণ সুপ্ত চেতনার বিকাশ, শিশুকল্যাণ কর্মসূচী বাস্তবায়নের জন্য পৃথক দফতর স্থাপন ও শারীরিক, মানসিক বিকলাঙ্গ ও বৃদ্ধদের নিরাপত্তামূলক রক্ষণাবেক্ষণের জন্য পুনর্বাসন আইন প্রবর্তনের সুপারিশ করা হয়।
সেমিনার গত ১০ই ফেব্রুয়ারী হইতে শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল হইতে
শ্রম ও সমাজকল্যাণ সচিব জনাব হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপ্তি অধিবেশনে গ্রামবাসীদের মধ্যে স্বনির্ভরতা, সুপ্ত চেতনার বিকাশ, শিক্ষা, পারিবারিক, আর্থিক ও সামাজিক পটভূমির উপর প্রশিক্ষণ দান, ভূমিহীন যুবকদের কারিগরি প্রশিক্ষণ দান, সর্বস্তরের শিশুদের কল্যাণে ব্যাপক কর্মসূচী বাস্তবায়নের জন্য পৃথক দফতর স্থাপন ইত্যাদি সুপারিশ জানানাে হয়।
ইহাছাড়া, সমাজকল্যাণ বিভাগকে আর উন্নত করার জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে এ বিভাগের আদর্শ-উদ্দেশ্য প্রচার, প্রকাশনা ও প্রচারণার উপর জোর দান এবং শারীরিক, মানসিক বিকলাঙ্গ ও বৃদ্ধদের নিরাপত্তামূলক রক্ষণাবেক্ষণের জন্য পুনর্বাসন আইন প্রবর্তনের সুপারিশ করা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত