You dont have javascript enabled! Please enable it! 1975.02.16 | ৪জন নিহত বহু আহত- কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৪জন নিহত বহু আহত
কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা

বাগেরহাট (খুলনা), ১৫ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা) বাগেরহাট-পিরােজপুর সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় সম্প্রতি এক ব্যক্তি নিহত এবং অপর ৫ জন যাত্রী গুরুতররূপে আহত হয়।
প্রকাশ, হতভাগ্য বাসটি বাগেরহাট হইতে অতিরিক্ত যাত্রী বােঝাই করিয়া পিরােজপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এখান হইতে প্রায় ৫ মাইল দূরে গােয়ালমাঠের নিকটে গিয়া বাস চালক নাকি পাশে উপবিষ্টা মহিলাযাত্রীর সহিত আলাপ করিতে গেলে বাসের নিয়ন্ত্রণ ক্ষমতা হারাইয়া ফেলে এবং বাসটি উল্টাইয়া গিয়া একটি গাছের সহিত ধাক্কা লাগে। ফলে বাসের ফুটবাের্ডের উপর দণ্ডায়মান একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ৫ জন যাত্রী গুরুতররূপে আহত হয়। আহতদের বাগেরহাট হাসপাতালে প্রেরণ করা হয়।
এই দুর্ঘটনার মাত্র কয়েকদিন পর বাগেরহাট-মােরেলগঞ্জ রুটে চলন্তবাসের ইঞ্জিনে আগুন ধরিয়া মােরেলগঞ্জ সার্কেলের পুলিশ ইন্সপেক্টর মারাত্মকরূপে অগ্নিদগ্ধ হন।

মর্মান্তিক মৃত্যু
ভেড়ামারা (কুষ্টিয়া) হইতে ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা জানান, সম্প্রতি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হইয়াছে। | প্রকাশ, একটি যাত্রীবাহী বাস ভেড়ামারা হইতে প্রাগপুর অভিমুখে যাওয়ার সময় বাসের হ্যান্ডেলে ঝুলন্ত জনৈক যাত্রীর কাছ হইতে একটি প্রয়ােজনীয় জিনিস মাটিতে পাওয়া যায়। জিনিসটি তােলার জন্য চলন্ত বাস হইতে নামিয়া তাল সামলাইতে না পারিয়া যাত্রীটি বাসের চাকার নীচে পড়িয়া পিষ্ট হইয়া যায় এবং সঙ্গে সঙ্গেই তাহার মৃত্যু ঘটে।

বাস চাপা পড়িয়া শিশু নিহত
চট্টগ্রামের দোহাজারী হইতে প্রাপ্ত খবরে প্রকাশ, গত ৯ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রামকক্সবাজার সড়কে একটি যাত্রীবাহী বাসের (চট্টগ্রাম ব-২১১) নিচে চাপা পড়িয়া মাে: সেলিম নামে ৫ বৎসরের একটি স্কুলগামী শিশু মর্মান্তিকভাবে নিহত হয়। বাসটি পটিয়া থানা পুলিসের হেফাজতে রহিয়াছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হইয়াছে।

কোচের চাকায় পিষ্ট হইয়া প্রাণহানি
সিলেট হইতে ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা জানান, সম্প্রতি ঢাকাগামী একটি যাত্রীবাহী কোচ মৌলভীবাজার সড়কের মধ্যবর্তী শেরপুর ফেরী পার হইয়া রাস্তার উপরে উঠার সময় জনৈক ব্যক্তি কোচে উঠার চেষ্টা করিলে হঠাৎ পা ফসকাইয়া চলন্ত কোচের নিচে পড়িয়া যায়। তাহাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায় নাই।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত