You dont have javascript enabled! Please enable it! 1975.02.10 | কৃষি প্রযুক্তিবিদ্যা ইনষ্টিটিউট স্থাপনের সুপারিশ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

কৃষি প্রযুক্তিবিদ্যা ইনষ্টিটিউট স্থাপনের সুপারিশ

কৃষি সেমিনারের সমাপ্তি দিবসে গত শনিবার বিভিন্ন বক্তা বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের অধীনে একটি যথার্থ কৃষি প্রযুক্তিবিদ্যা ইনষ্টিটিউট স্থাপনের সুপারিশ করেন।
সেমিনার গত বৃহস্পতিবারে শুরু হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কৃষি সংস্থা ছাড়াও কয়েকজন বিদেশী কৃষি বিশেষজ্ঞ সেমিনারে অংশগ্রহণ করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় সচিব জনাব খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সমাপ্তি অধিবেশনে সুপারিশ করা হয় যে, কৃষি বিদ্যার সম্প্রসারণ ও পর্যায়ক্রমে চাষাবাদে যান্ত্রিকীকরণ পদ্ধতির প্রয়ােগের জন্য প্রয়ােজনীয় প্রশিক্ষণদানে ইনষ্টিটিউটের প্রয়ােজন রহিয়াছে। কৃষির সহিত সংশ্লিষ্ট মেকানিকস ও কৃষিকর্মীদের প্রশিক্ষণদানেও উহার প্রয়ােজন রহিয়াছে। বিভিন্ন যান্ত্রিক কৃষিরীতির ক্রমপ্রসার, ফসল চাষের সংখ্যাবৃদ্ধি, ক্রমবর্ধমানহারে যান্ত্রিকীকরণ ও সঠিক সময়ে সঠিক কার্যক্রম শেষ করার জন্যও ইনষ্টিটিউটের প্রয়ােজন রহিয়াছে।
কৃষির প্রয়ােজনে ব্যবহারের উদ্দেশ্যে গবাদিপশুর সংখ্যা বৃদ্ধির কর্মসূচী গ্রহণেরও সেমিনারে সুপারিশ করা হয়।
প্রত্যক্ষ ও পরােক্ষভাবে কৃষির সহিত সংযুক্ত দেশী-বিদেশী প্রতিষ্ঠান ও সংস্থার ম7ধ্যে এবং কৃষি বিশেষজ্ঞদের মধ্যে যােগাযােগ, মতামত বিনিময়, সফর ও রিপাের্ট বিনিময় এবং সেমিনার ও কর্মশিবির আয়ােজনের জন্যও সেমিনারে সুপারিশ করা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত