বাংলাদেশ-ভারত বৈঠকের দ্বিতীয় দিবসে গুরুত্বপুর্ণ আলােচনা
ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিবসে গতকাল (রবিবার) অপরাধ ও সন্ত্রাসমূলক কার্যকলাপের অভিযােগে আটক বন্দীদের বিনিময় সহ দ্বিপক্ষীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলােচনা হয়।
বৈঠকে ভারত ও বাংলাদেশ দলের নেতৃত্ব করেন যথাক্রমে মি: কেওয়াল সিংহ ও জনাব ফখরুদ্দীন আহমেদ। বৈঠকশেষে দুই পররাষ্ট্র সচিব অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন যে, এই বৈঠকে তাহারা পারস্পরিক বিষয় সম্পর্কে মতামত বিনিময় করিয়াছেন।
দুই প্রতিনিধিদলের মুখপাত্র সাংবাদিকদের বলেন যে, আগামী ১৮ই ফেব্রুয়ারী হাভানায় অনুষ্ঠিতব্য জোট-বহির্ভূত ব্যুরাের সম্মেলনের যে সব বিষয় উত্থাপিত হইবে সেই সব প্রশ্ন সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলােচনা করা হয়। ইহাছাড়া কারিগরি সহযােগিতায় স্কলারশীপ ও ঋণের সুদ সম্পর্কিত মতামত বিনিময় করা হয় বলিয়া মুখপাত্র উল্লেখ করেন।
ভারতীয় পররাষ্ট্র সচিব মি: কেওয়াল সিং (সােমবার) রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহিত সাক্ষাত করিবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত