পল্লী উন্নয়নের সঠিক কর্মসূচীতেই অর্থনৈতিক সমস্যার সমাধান নিহিত
বাংলাদেশ পল্লী উন্নয়নের সঠিক কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে দেশের অর্থনৈতিক সমস্যার মূল সমাধান নিহিত রহিয়াছে- গতকাল মঙ্গলবার সমাজকল্যাণ সেমিনারের দ্বিতীয় দিবসে এই অভিমত ব্যক্ত করা হয়।
মহিলা সমিতি মিলনায়তনে ৩ দিনব্যাপী এই জাতীয় সেমিনারের আয়ােজন করে বাংলাদেশ সমজাকল্যাণ বিভাগ।
‘জাতীয় উন্নয়নে সমাজকল্যাণণের ভূমিকা’ শীর্ষক গতকালের অধিবেশনে সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন ব্যুরাের চেয়ারম্যান জনাব এ, কে, আহসান ও বক্তৃতাক করেন বাংলাদেশ সমাজকল্যাণ বিভাগের পরিচালক জনাব এ, এইচ, মােজাম্মেল হােসাইন। দৈনিক ইত্তেফাকের বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক জনাব মুহম্মদ আসফউনদৌলা রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ইনষ্টিটিউটের পরিচালক প্রফেসর এ, কে, আদমদ উল্লাহ, বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের পরিচালক কাজী আসরাফ আলী, পরিবার পরিকল্পনা পরিচালক সৈয়দ ওয়ালিউল্লাহ ও জনাব টি হােসেন। [ সভাপতি তাঁহার ভাষণে বলেন, জাতীয় উন্নয়নে সমাজকর্মীদের ভূমিকা অপরিসীম। বিশেষ করিয়া দেশের অর্থনৈতিক ভিত্তিস্বরূপ গ্রামীণ সমাজকে সমৃদ্ধির পথে আগাইয়া নেওয়ার কাজে সমাজকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করিতে হইবে।
জনাব মুহম্মদ আসফউদদৌলা বলেন, একথা আজ সকলকে অন্তর দিয়া উপলব্ধি করিতে হইবে যে, মানুষের সমগ্র মৌলিক ও মানবিক প্রয়ােজনটাই আজ মৌলিক সমস্যা হইয়া দেখা দিয়াছে। এই সমস্যার সমাধানের জন্য অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে নূতন ধ্যান-ধারণা ও পল্লীভিত্তিক সুসমন্বিত কর্মসূচী লইয়া আমাদের আগাইয়া যাইতে হেিব। এই সাফল্য অর্জনের জন্য পারস্পরিক শ্রদ্ধাবােধ, সম্প্রীতি ও মানসিক নিরপেক্ষতার ক্ষেত্রও প্রস্তুত করিতে হইবে। উন্নত পরিবেশ, উন্ন আকাংক্ষা, চারিত্রিক ও মানসিক বিকাশ, গঠনমূলক কাজে উৎসাহ সৃষ্টি, নিয়ম-শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাবােধ ইত্যাদি ক্ষেত্রেও সমাজকলাণ কর্মসূচী সম্প্রসারিত করিতে হইবে। | জনাব মােজাম্মেল হােসেন বলেন, সমাজকল্যাণ কর্মসূচীর মূল লক্ষ্য হইতেছে বিভিন্ন পর্যায়ে সুপ্ত সম্ভাবনাকে জাগাইয়া তােলা, ভূমিহীন মানুষের নিয়মিত কর্ম সংস্থান, উৎপাদন বৃদ্ধি, সামাজিক-অর্থনৈতিক উন্নয়তিতে মানুষকে সচেতন করিয়া তােলা এবং সমাজের সার্বিক উন্নতির জন্য মানুষকে সংঘবদ্ধ করিয়া তােলা।
প্রফেসর এ, কে আহমদ উল্লাহ সামাজিক আইন সম্পর্কে বলেন যে সুনির্বাচিত লক্ষমালায় লিখিত আইন পুস্তকের চাইতে আইনের বাস্তবায়ন ও প্রয়ােগের গুরুত্ব বেশি। আইন বাস্তবায়ন ও প্রয়ােগের সময় দুর্বলদের ন্যূনতম অধিকারের নিশ্চয়তা বিধান করিতে হইবে।
কাজী আজহার আলী বলেন, পল্লী উন্নয়ন করিতে হইলে চাষাবাদে শ্ৰম ইনটেনসিভের মাধ্যমে গ্রামীন অর্থনীতির উন্নতি, গ্রামকে পল্লীউন্নয়নের মৌলিক ইউনিটকুটির শিল্প সম্পর্কে গুরুত্ব বাধ্যতামূলকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করিয়া আধুনিক চাষাবাদ ও বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর জোর দিতে হইবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১২ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত