You dont have javascript enabled! Please enable it! 1975.02.08 | বাংলাদেশ-ভারত-বার্মা সীমান্ত চুক্তি স্বাক্ষরিত | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-ভারত-বার্মা সীমান্ত চুক্তি স্বাক্ষরিত

দুই দিনব্যাপী আলােচনার পর গতকাল (শুক্রবার) ঢাকায় বাংলাদেশ, ভারত ও বার্মার মধ্যে ত্রিপক্ষীয় সীমান্ত রেখার সম্মিলন স্থলে একটি খুঁটি স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হইয়াছে। খুঁটি স্থাপনের জরিপ কাজ সম্পাদনের কর্মসূচী, কর্মপদ্ধতি ও ব্যবস্থা চুক্তিতে নির্ধারণ করা হইয়াছে। খবর ‘এনার’।
জনাব এ,বারী, ড: হরিনারায়ণ এবং উলা আউং যথাক্রমে বাংলাদেশ, ভারত ও বার্মার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী তিন দেশের জরিপদল শীতকালের কোন এক সময় নির্ভুলভাবে প্রকৃত অবস্থান নির্দেশের জন্য ত্রিদেশীয় সীমান্ত রেখার সম্মিলন স্থলে গমন করিবেন।
সম্মেলনসূত্রে প্রকাশ, তিন দেশের জরিপ দলের নির্দিষ্ট স্থলে প্রেরণের তারিপ কূটনৈতিক পর্যায়ে স্থির করা হইবে।
সম্মেলনে অংশগ্রহণকারী ভারতীয় ও বর্মী প্রতিনিধিদল আজ (শনিবার)স্বদেশ যাত্রা করিবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত