৪০টি স্কুল ভবন নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর
চলতি অর্থ বৎসরে প্রায় ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে চল্লিশটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যাপারে গতকাল (শনিবার) সচিবালয়ে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের ত্রাণসংস্থা ‘কেয়ার’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঝড়, বন্যা ও যুদ্ধে চট্টগ্রাম ও বরিশাল জেলার যে-সকল দ্বীপাঞ্চলে স্কুলসমূহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণরূপে ধ্বংস হইয়াছে ঐ সকল এলাকাতেই এই বিদ্যালয়গুলি নির্মিত হইবে। শীঘ্রই স্কুলগুলির নির্মাণ কাজ শুরু হইবে এবং এক বৎসরের মধ্যে সমাপ্ত হইবে। কেয়ার ৩ লক্ষ ৫ হাজার ৪ শত ডলার (প্রায় ২৫ লক্ষ টাকা) মঞ্জুরী প্রদান করিবে। বাংলাদেশ সরকারও ৮ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয় করিবেন। পাট হইতে প্রস্তুত পানি ও অগ্নি নিরােধক প্লাষ্টিকের মাল-মশলা দ্বারা এই বিদ্যালয়গুলি নির্মাণ করা হইবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত