৪ লক্ষ টন মার্কিন গম ও চাউল
ওয়াশিংটন হইতে রয়টার জানান, আগামী কয়েকমাসে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মার্কিন খাদ্যশস্য সাহায্য উল্লেখযােগ্যভাবে বৃদ্ধি পাইবে। মার্কিন কৃষি দফতরের পদস্থ জনৈক কর্মকর্তা একথা জানান। বাংলাদেশকে অতিরিক্ত ৪ লক্ষ টন চাউল ও গম দেওয়া হইয়াছে। মার্কিন খাদ্য সাহায্য তহবিলে বরাদ্দ ৯৯ কোটি ৫০ লক্ষ ডলার হইতে ১৬১ কোটি ৭০ লক্ষ ডলারের বৃদ্ধি পাওয়ার ফোর্ড সরকার খাদ্য সাহায্য বৃদ্ধি করিতে সমর্থ হইয়াছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত