বাংলাদেশ-ভারত-বার্মা সীমানা চিহ্নিতকরণ আলােচনা শুরু
বাংলাদেশ, ভারত ও বার্মার মধ্যকার সাধারণ সীমানা চিহ্নিতকরণ সংক্রান্ত ব্যাপারে তিনটি দেশের অফিসার পর্যায়ের আলােচনা গতকাল (বুধবার) ঢাকায় শুরু হইয়াছে।
অপরাহ্নে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই আলােচনা বৈঠক শুরু হয়। উহাতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল জনাব এম, এ, বারী।
পূর্বাহ্নে সার্ভেয়ার জেনারেল ড: হরিনারায়ণের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধিদল এবং সার্ভেয়ার জেনারেল উ হলার নেতৃত্বে বার্মার একটি প্রতিনিধিদল ঢাকা আগমন করেন। ভারতীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হইলেন ডেপুটি সার্ভেয়ার জেনারেল কর্ণেল জে, এ, এফ দালাল, মি: এ, বিশ্বাস, মি: এস, এম, রাও এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী মি: আর, সেন। বার্মার প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রহিয়াছে উ হলাগিয়াও, উ গুপ্ত মঙ এবং ঢাকাস্থ বার্মার দূতাবাসের চার্জ দ্য একেযার্স উ আয়েল উইন।
বাংলাদেশের প্রতিনিধিদলের অন্যান্যরা হইলেন পররাষ্ট্র দফতরের ডিরেক্টর জেনারেল জনাব এ, কে, এইচ মুরশিদ, ভূমি জরিপ বিভাগের ডিরেক্টর জনাব খানে আলম খান, সার্ভেয়ার জেনারেল জনাব হাফিজউদ্দিন, স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারী জেনারেল জনাব হাফিজ আহমদ মজুমদার এবং আরও ৪ জন উচ্চপদস্থ অফিসার।
বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত হইয়াছে যে, আজ (বৃহস্পতিবার) সকালে তিনটি দেশের বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক এবং বিকালে সকল প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হইবে।
প্রথম আলােচনা বৈঠকে উল্লেখযােগ্য অগ্রগতি সাধিত হইয়াছে বলিয়া আভাস পাওয়া গিয়াছে। প্রয়ােজনবােধে তিনটি দেশের প্রতিনিধিরা আগামীকাল (শুক্রবার) পুনরায় বৈঠকে মিলিত হইয়া সুপারিশসমূহ চূড়ান্ত করিতে পারেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত