তেজগাঁও খাদ্য গুদামে
সম্প্রতি পুলিশ তেজগাও খাদ্যগুদামের শস্যচুরি করার অপরাধে সাত ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রত্যহ গুদামের খাদ্যশস্য পাচার করিয়া থাকে বলিয়া পুলিশ সূত্রে উল্লেখ করা হয়। গ্রেফতারকৃতরা হইতেছে আহম্মদ, আকবর, আবুল হােসেন, আজিজ, আবদুল মজিদ এবং আউয়াল হােসেন।
প্রসঙ্গত: উল্লেখযােগ্য যে, গত ৩১শে জানুয়ারি দৈনিক ইত্তেফাকে তেজগাঁও খাদ্য গুদাম হইতে খাদ্যশস্য পাচারের একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত