প্রধানমন্ত্রীর অবস্থার উন্নতি
অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী জনাব মনসুর আলীর অবস্থার এখন ক্রমশ উন্নতি হচ্ছে। বাসসর খবরে বলা হয়, গতকাল সন্ধ্যায় অধ্যাপক নুরুল ইসলামের প্রকাশিত এক স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, প্রধানমন্ত্রী বুধবারের রাত এবং গতকাল শান্তিতে ঘুমিয়ে কাটিয়েছেন।
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় পিজি হাসপাতালে অসুস্থ প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলীকে দেখতে যান।
বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু সময় কাটান। তার সাথে ছিলেন শ্রমমন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী ও পূর্তমন্ত্রী জনাব সােহরাব হােসেন।
বুলেটিন আরও বলা হয়, প্রধানমন্ত্রী যাতে দ্রুত সেরে ওঠেন সেজন্য সাক্ষাৎপ্রার্থীদের ওপর বিধিনিষেধ আরও কিছু সময়ের জন্য রাখতে হবে।
সূত্র: দৈনিক বাংলা, ৩১ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত