৭টি প্রকল্পে সাড়ে ৩ কোটি রুবল সােভিয়েট ঋণ প্রস্তাব
প্রাকৃতিক গ্যস, তেল ও খনিজ সম্পদ সম্পর্কে ভূতাত্ত্বিক অনুসন্ধানসহ সাতটি প্রকল্পে অর্থ সাহায্যের জন্য সােভিয়েট ইউনিয়ন বাংলাদেশকে সাড়ে তিন কোটি রুবল ঋণ দানের প্রস্তাব দিয়েছে।
শনিবার সােভিয়েট দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসর খবরে বলা হয়, এসব প্রকল্পের নির্মাণ ও কাজকর্ম পরিচালনার আংশিক ব্যয় বাবত ৫০ লাখ রুবল এই ঋণের মধ্যে রয়েছে।
গতবছর সােভিয়েট ইউনিয়নের যে বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর করেন তারা এই ঋণের প্রস্তাব দেন। এখন সােভিয়েট ইউনিয়নের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক দফতরের স্টেট কমিটির ওপর প্রকল্প সম্পর্কে আলােচনার দায়িত্ব অর্পিত হয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলি হচ্ছে: চট্টগ্রাম ইস্পাত কারখানার পুনঃনির্মাণ, প্রাকৃতিক গ্যাস, তেল ও খনিজ দ্রব্য সম্পর্কে ভূতাত্ত্বিক জরিপ, কটনস্পিনিং কারখানা প্রতিষ্ঠা, সেচের জমির ওপর পরীক্ষামূলক মডেল কৃষি খামার প্রতিষ্ঠা, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের নাগরিকদের প্রশিক্ষণ দান ইত্যাদি।
সূত্র: দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত