অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী আজ আসছেনঃ সন্ধ্যায় বঙ্গবন্ধুর সাথে বৈঠক
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী মি: এডওয়ার্ড জি হুইচলাম কুড়ি ঘন্টার সফরে আজ রােববার বিকেলে বাংলাদেশে এলে তাকে আন্তরিক সম্বর্ধনা জানান হবে।
কানটাসের একটি বিশেষ বােয়িং ৭০৭ বিমানে আজ বিকেল চারটা পাঁচ মিনিটে সম্মানিত অতিথি তেজগাও বিমান বন্দরে অবতরণ করবেন। ১৯ বার তােপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত সম্বর্ধনা। বিমান থেকে নেমে এলে প্রথম তাকে স্বাগত সম্মর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আসছেন তার স্ত্রী ও কন্যা।এছাড়া আসছেন পার্লামেন্ট সদস্য এবং রাষ্ট্র দফতরের বিশেষ মন্ত্রী ও প্রধান মন্ত্রীকে সহায়তাকারী মন্ত্রী মি: এল এক বােয়েন।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আসছেন মােট ৪২ সদস্যের একটি দল। এদের মধ্যে রয়েছেন খনিজ ও শক্তি দফতরের সচিব স্যার লেনন্স হেওইট; বৈদেশিক বাণিজ্য দফতরের সচিব মিনডি এইচ ম্যাকে প্রধানমন্ত্রী ও কেবিনেট দফতরের উপসচিব মি: জি জে ইন্দ্র পররাষ্ট্র দফতরের উপসচিব মি: আর এ উলকট; পররাষ্ট্র দফতরের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ (বাস্তু বিজ্ঞান) সংক্রান্ত সিনিয়র উপদেষ্টা মি: জি বি প্রেস ফোড প্রমুখ।
সফর সঙ্গীদের মধ্যে ১২ জন হলেন অস্ট্রেলিয়ার সংবাদপত্র, বেতার ও টেলিভিশনের প্রতিনিধি।
সূত্র: দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত