কুষ্টিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ
আজ ভােরে মাজমপুর রেল ক্রসিং এ একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হলে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং আরও ৮ জন আহত হয়। আহতদের ৬ জনকে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রকাশ, রেলগেটটি খােলা ছিল। ট্রাকটি তাই বিনাবাধায় রেল লাইন অতিক্রম করার সময় গােয়ালন্দগামী ৭৩ আপ যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় উল্টে পড়ে। ফলে ১ জন নিহত ও ৮ জন আহত হয়। নিহতের নাম হাবিবুর রহমান। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গেটম্যান পলাতক রয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
ড: আবদুল মতীন চৌধুরী বিশ্ববিদ্যালয়সমুহের চ্যান্সেলর কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনণির্বাচিত হয়েছেন। উপাচার্য পদে মেয়াদ হবে চার বছর।
উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিটে গত ১১ই ডিসেম্বর তারিখর অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ১১(১) ধারা মােতাবেক চ্যান্সেলর কর্তৃক চার বছরের জন্য উপাচার্য পদে নিয়ােগের উদ্দেশ্যে তিনজনের একটি প্যানেল গৃহীত হয়।
সূত্র: দৈনিক বাংলা, ১৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত