ব্রাহ্মণবাড়িয়ায় লঞ্চ ডাকাতি: ৩ জন যাত্রী নিহত
এই মহকুমায় আবার লঞ্চ ডাকাতি শুরু হয়েছে। সম্প্রতি এখান থেকে ১৪ মাইল দূরে তিতাস নদীতে একটি লঞ্চ ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে ৩ জন নিহত হয়েছে। জানা গেছে, সন্ধ্যার পর যাত্রীবাহী লঞ্চটি নবীনগর হতে থােকন ঘাট আসার জন্যে রওনা দিয়েছিল। লঞ্চটি কিছুদূর অগ্রসর হলে যাত্রীবেশ একদল সশস্ত্র দুবৃত্ত অন্যান্য যাত্রীদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। হতভম্ব যাত্রীদের মধ্যে থেকে কয়েকজন এর প্রতিরােধে এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা গুলি। ছুড়তে আরম্ভ করে। ফলে ৩ জন যাত্রী নিহত হয়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সরে পরে।
সূত্র: দৈনিক বাংলা, ১৩ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত