ভেড়ামারায় ওয়াগনের স্বল্পতা: ক্রয়কেন্দ্রে আখ শুকিয়ে যাচ্ছে
কুষ্টিয়া চিনিকলের ভেড়ামারা, কুষ্টিয়া রায়টা এবং দামুকদিয়া আখ ক্রয় কেন্দ্রের আখ সম্প্রতি ওয়াগন অভাবে শুকিয়ে যাচ্ছে এবং আখ চিনিকলে সুষ্ঠুভাবে পৌছাচ্ছে না বলে জনৈক আখ পরিদর্শক জানিয়েছেন।
এদিককার উল্লেখযােগ্য পরিমাণ আখ কুষ্টিয়া জেলার জগতী চিনিকলে প্রত্যহ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু ৩টি আখ ক্রয়কেন্দ্রের আখ পরিবহণের জন্যে প্রয়ােজনীয় ওয়াগন সরবরাহ না। করায় তা মাটিতে ফেলে রাখা হয়েছে। ফলে একদিকে বিপুল পরিমাণ আখ শুকিয়ে যাচ্ছে।
ভেড়ামারা আখ ক্রয়কেন্দ্রের জনৈক কর্তা ব্যক্তির সঙ্গে এব্যাপারে যােগাযােগ করে জানা গেছে যে প্রত্যহ ভেড়ামারা ক্রয়কেন্দ্রের ৫টি, রায়টা ক্রয়কেন্দেব্র ৭টি এবং দামুকদিয়া ক্রয়কেন্দ্রে ৮টি করে ওয়াগন আবশ্যক। কিন্তু সেখানে মাত্র ৮টি ওয়াগন ব্যবহার করা হয়।”
সূত্র: দৈনিক বাংলা, ৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত