You dont have javascript enabled! Please enable it! 1971.11.10 | চীন পূর্ববঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা চায় | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

চীন পূর্ববঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা চায়

সম্প্রতি জুলফিকর আলীর নেতৃত্বে চীনে পাকিস্তানী এক প্রতিনিধিদল সফর করে এসেছেন। তাহাদের সম্মানে প্রদত্ত এক ভােজ সভায় অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী চি পেং ফী বলেন, পাকিস্তানকে পূর্ববঙ্গ প্রশ্নের ন্যায় সঙ্গত মীমাংসার পথ খুঁজে বের করতে হবে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে আলােচনা শুরু করার জন্যও তারা আহ্বান জানান।
তিনি বলেন চীন কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরােধী। উভয় রাষ্ট্রের মধ্যে বিরােধ সংশ্লিষ্ট উভয় পক্ষকে আলাপ আলােচনার মাধ্যমেই মিটিয়ে নিতে হবে, বল প্রয়ােগ দ্বারা নয়। পূর্ববঙ্গের সমস্যার মীমাংসার জন্য পাকিস্তানের জনগণকেই ন্যায় সঙ্গত সমাধানের পথ খুঁজে দেখতে হবে।
তিনি আরাে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদেশী রাষ্ট্রের আক্রমণের ঘটনার ক্ষেত্রে চীন সরকার ও জনগণ প্রতিবারের মতই পাকিস্তান সরকারকে, তাদের রাষ্ট্র, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বাধীনতা রক্ষার সংগ্রামে আন্তরিক সমর্থন জানাবে। চি পেং কেই কিভাবে সমর্থন জানাবেন তার কোন ব্যাখ্যা করেননি।

সূত্র: দৃষ্টিপাত, ১০ নভেম্বর ১৯৭১