You dont have javascript enabled! Please enable it! 1971.09.15 | নাশকতার কাজে বােমার ছড়াছড়ি | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

নাশকতার কাজে বােমার ছড়াছড়ি

কাছাড় জেলার রেললাইনে, চলন্ত ট্রেনে এবং গ্রাম থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাইম বােমা, মাইন ও বিস্ফোরক উদ্ধার।
গত ১১ই সেপ্টেম্বর করিমগঞ্জ থেকে ধর্মনগরগামী যাত্রীবাহী ট্রেনে একটি টাইম বােমা উদ্ধার করা হয়। বিবরণে প্রকাশ, করিমগঞ্জ থেকে গাড়ীটি যখন সন্ধ্যার পর ধর্মনগরের পথে রওয়ানা হয়ে যায় তখন সুধাকান্দি ও ধর্মনগরের মধ্যবর্তী স্থানে এই টাইম বােমাটি যাত্রীদের দৃষ্টিগােচর হয় এবং চলন্ত গাড়ীটিকে সেখানে থামানাে হয়। উল্লেখযােগ্য যে, যে কামরাটিতে এই টাইম বােমাটি পাওয়া যায় সেই কামরাটিতে নিরাপত্তা বাহিনীর লােকরা ভ্রমণ করছিল।
গাড়ীটি থামার সঙ্গে সঙ্গে সংবাদটি বিদ্যুতের মত ছড়িয়ে পড়ে এবং যাত্রিরা রাত্রির অন্ধকারেই গাড়ি ছেড়ে পালাতে সুরু করে। নিরাপত্তা বাহিনীর লােকেরা বােমাটিকে বের করে নিকটবর্তী মাঠে ফেলে দেয় এবং তাতে বােমাটির বিস্ফোরণ ঘটে। সংগে সংগেই ঘটনাস্থলে মহকুমা হাকিম, মহকুমা পুলিশ অফিসার ও নিরাপত্তা বিভাগের উচ্চ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় সমস্ত রাত্রি ধরে যাত্রীদের মধ্যে তল্লাসী করে চালান হয়। এবং শেষ রাত্রির দিকে ট্রেনটিকে ছাড়া হয়। এই সম্পর্কে কাহাকেও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। উল্লেখযােগ্য যে এই ঘটনার পর আসাম সরকার দুস্কৃতকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন।
গত ৯ই সেপ্টেম্বর কাটাখাল রেলওয়ে জংশনের ওয়েটিং রুমে এক মুশ্লিম যুবকের কাছ থেকে তিনটি ডেটোনেটর এবং কিছু ফিউজ তার উদ্ধার করা হয়। যুবকটি হাইলাকান্দির ভিচিংচা গ্রামের অধিবাসী। তাঁকে পাক গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে।
আবার গত ১১ই সেপ্টেম্বর কাটাখালে গৌহাটি শিলচরগামী একটি ট্রেনে একজন রেলওয়ে কর্মচারী বলে বর্ণিত ব্যক্তির নিকট থেকে ৪টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বদরপুরঘাট থেকে প্রায় ৫ কিলােমিটার এবং ভাঙ্গা থেকে প্রায় ৭ কিলােমিটার দূরবর্তী এংলারবাজার গাঁওসভার অন্তর্গত নয়গ্রাম নামক গ্রামে আমেরিকার তৈরি একটি উচ্চ শক্তিসম্পন্ন টাইম বােমা উদ্ধার করা হয়। প্রকাশ গত ১৩ই তারিখ বাড়ীর সন্নিকটবর্তী একটি জঙ্গলের মধ্যে অদ্ভুতাকৃতি একটি প্লাস্টিক ব্যাগ পড়ে থাকতে দেখে আফতাব আলী ১৪ই তারিখ করিমগঞ্জে স্থানীয় কর্তৃপক্ষকে সংবাদ দেয়। সংবাদ পাওয়া মাত্র মহকুমাধিপতি শ্রীইন্দ্রজীত গুপ্ত, সিনিওর, ই,এ,সি, শ্রী অরবিন্দ চৌধুরী, মহকুমা পুলিশ অফিসার শীতামূলী, সাবডেপুটি শ্ৰী এস, এস, চৌধুরী, এগ্রিকালচার এস,ডি,ও শ্রীদাস বদরপুর থানার পুলিশ ও সৈন্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা দেখতে পান আকাশ থেকে ফেরার উপযুক্ত করে একটা পুটলী টিলার ওপর ছােট জঙ্গলে পড়ে আছে। ইঞ্জিনিয়ররা পুটলীটি খুলে ১০ কেজি ওজনের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাইম বােমা, বেটারী ফিউজ প্লাস্টিক তার প্রভৃতি উদ্ধার করেন।
গতকাল রাত্রিবেলা করিমগঞ্জ ধর্মনগর রেল লাইনের কানাইবাজার ও পাথারকান্দি ষ্টেশনের মধ্যবর্তী স্থলে রেল লাইনে পােতা একটা মাইন উদ্ধার করা হয়। সৌভাগ্যবশতঃ ধর্মনগর রাত্রের ট্রেনটির কোন ক্ষতি হয় নি।

সূত্র: দৃষ্টিপাত, ১৫ সেপ্টেম্বর ১৯৭১