সরিষার ভূত
বাংলাদেশের এম-পি’র ভ্রাতাসহ তিনজন গ্রেপ্তার
করিমগঞ্জ কাস্টমস বিভাগের তৎপরতার ফলে করিমগঞ্জ শহর থেকে ৪৮,৫০০ টাকার পাক মুদ্রা ও ৩১,৫০০ টাকার ভারতীয় মুদ্রা এবং আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৭ই সেপ্টেম্বর করিমগঞ্জের সুভাষ নগরে বাংলাদেশের সিলেট জেলার বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ এলাকার এম,পি,এ শ্রীলুফুর রহমানের বাসভবনে কাস্টমস বিভাগের কর্মচারীরা ব্যাপক তল্লাসী চালিয়ে বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করেন। এতদসঙ্গে পাকিস্তানে তৈরী একটি রিভলবার ও ২৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। এম,পি,এর ভ্রাতা হবিবুর রহমান বালাগঞ্জ থানার কাদিপুর নিবাসী আবুদুল মুছব্বির, হাজিপুর গ্রাম নিবাসী ফজলুর রহমানকে কাস্টমস গ্রেফতার করে চালান দিয়েছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মুদ্রা চোরাচালানী ও বেআইনী অস্ত্র রাখার অভিযােগ আনয়ন করা হয়েছে।
সংবাদে আরও প্রকাশ, উক্ত এম,পি,এ শ্রীলুফুর রহমান ও মুজিবুর রহমান মুক্তিযােদ্ধা রিক্রুট এর জন্য যে ভক্স ওয়াগন গাড়ী নিয়া ঘুরাফিরা করেন কাস্টমস পুলিশ সন্দেহক্রমে গাড়িখানা দুইদিন সার্চ করেন। কিছুদিন থেকেই গাড়ীখানার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও কাস্টমস বিভাগ ইহা লক্ষ্যের মধ্যে রেখেছিলেন। শেষ পর্যন্ত তারা আসামীদেরকে বামাল পাকড়াও করতে সক্ষম হন। এ ঘটনা স্থানীয়ভাবে বিপুল চাঞ্চল্য সৃষ্টি করেছে। এবং শরণার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সূত্র: দৃষ্টিপাত, ২২ সেপ্টেম্বর ১৯৭১