You dont have javascript enabled! Please enable it! 1971.10.20 | চতুর্থ বিস্ফোরণেরও আরও একটি রেল দুর্ঘটনা | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

চতুর্থ বিস্ফোরণেরও আরও একটি রেল দুর্ঘটনা
(বিলম্বে প্রাপ্ত সংবাদ)

আজ মধ্যরাত্রীতে করিমগঞ্জ স্টেশন থেকে এক কিলােমিটার দূরে করিমগঞ্জ ধর্মনগর রেল লাইনে আর একটি মাইন বিস্ফোরণের ফলে ধর্মনগর প্রত্যাগত একটি মালগাড়ীর দুইটি বগি বিনষ্ট হইয়া যায়। মধ্য রাত্রির এই বিস্ফোরণে সমস্ত শহর কাপিয়া উঠে।
পুলিশ নিকটবর্তী কানিশাইল গ্রাম হইতে শফিকুল হক ও আরাে দুই ব্যক্তিকে ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে তৎক্ষণাৎ গ্রেপ্তার করিতে সক্ষম হয়। এ ব্যাপারে জোর পুলিশ তদন্ত চলিতেছে।

সূত্র: দৃষ্টিপাত, ২০ অক্টোবর ১৯৭১