গান্ধীবাগের জনসভায়-
অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর উদাত্ত ভাষণ
শিলচর, ১২ই আগষ্ট—শিলচরের কবি ও সাহিত্যিকদের আহ্বান [ণে] আজ বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় পৌরােহিত্য করেন স্থানীয় গুরুচরণ কলেজের উপাধ্যক্ষ শ্রীদেব্রত দত্ত এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। জনসভায় প্রায় ৫ হাজার লােক যােগদান করিয়াছিলেন।
সভাপতির উদ্বোধনী ভাষণে শ্রীদত্ত শিলচর তথা কাছাড়বাসীর নিকট এই আবেদন জানান যে তারা যেন সৰ্ব্ব শক্তি দিয়ে বাংলাদেশের মুক্তি আন্দোলনকে সাহায্য করার জন্য আগাইয়া আসেন।
বিশাল জনসভায় ভাষণ দান কালে বেগম মতিয়া চৌধুরী বলেন যে, বাংলাদেশ একদিন স্বাধীন হবেই, এবং বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে একটি দৃঢ় আত্মিক সম্পর্ক স্থাপিত হবে এবং ফলে উভয় দেশে ক্যান্সার স্বরূপ—হিন্দু মুসলমানের দাঙ্গা চিরতরে বন্ধ হবে। বেগম চৌধুরী বাংলাদেশের মানুষের ২৪ বৎসর ব্যাপী বিভিন্ন আন্দোলনের পটভূমিকা বর্ণনা করিয়া বর্তমান মুক্তি আন্দোলনের ইতিহাস বিশদভাবে বর্ণনা করেন। তিনি বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকার একচোখা নীতির ফলেই বৰ্ব্বর ইয়াহিয়া আজ এই গণহত্যায় উদ্যত হইয়াছে। ভাষণের পরিশেষে তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামকে বিপুলভাবে সমর্থন জানানাের আহ্বান জানান। ভারত সরকারের নিকটে বাংলাদেশ সরকারের স্বীকৃতি দানের আবেদন জানান ও বাংলাদেশের মুক্তিবাহিনীতে দলে দলে যােগদান করার জন্য শিবির অবস্থানরত বাংলাদেশের যুবকদের যােগদান করার জন্য অনুরােধ করেন।
সূত্র: আজাদ, ২৫ আগস্ট ১৯৭১