You dont have javascript enabled! Please enable it! 1971.06.23 | শহরে রিক্সার অভাব | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

শহরে রিক্সার অভাব

করিমগঞ্জ শহরে অত্যাধিক লােক বেড়ে যাওয়ার ফলে এবং অত্যাধিক রিক্সা কমে যাওয়ার ফলে চলতি জনসাধারণের চলাফেরায় খুবই অসুবিধার সৃষ্টি হয়েছে। একেত রিক্সার সংখ্যা শহরে একটু কমে গেছে, যে রিক্সাগুলাে আছে তাও আবার শহরের বাইরে লম্বা ট্রিপ দিতেই ব্যস্ত থাকে। মান্ধাতার আমলের স্থীরীকৃত ভাড়াও ইহার একটী প্রধান কারণ। এই সম্পর্কে পৌরসভা নূতনভাবে কিছু ভেবে দেখবেন কি? ভাড়া বৃদ্ধি করে শহরের রিক্সাগুলিকে সহরেই সীমায়িত করে রাখলে সমস্যার কিছুটা সুরাহা সম্ভব। এছাড়াও অধিকতর। রিক্সা লাইসেন্স দেওয়ার প্রতিও পৌর-কর্তৃপক্ষের ভাবা উচিৎ।

সূত্র: দৃষ্টিপাত, ২৩ জুন ১৯৭১