You dont have javascript enabled! Please enable it! 1971.07.14 | নিলামবাজারে বিরাট গুপ্তচর চক্রের সন্ধান | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

নিলামবাজারে বিরাট গুপ্তচর চক্রের সন্ধান

পাকিস্তানী গুপ্তচর চক্র সমগ্র দেশে বেড়াজাল বিছিয়ে দিয়েছে। পাণ্ডা, সাধু, পীর, দরবেশ, মুল্লা, মৌলভী বিভিন্ন বেশে এই সকল গুপ্তচররা ভারতের বুকে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। এমন কি বহু নারীকেও নাকি এই সকল গুপ্ত কাজে লাগান হয়েছে।
ভারতীয় নিরাপত্তা বাহিনী মুক্তিফৌজের সহায়তায় গত ১২ই জুলাই করিমগঞ্জ মহকুমার নিলাম বাজারস্থ বাহাদুরপুরে এরূপ একটি গােপন চক্রের সন্ধানে সমর্থ হয়।
বাংলাদেশের চুরখাই ৭০ বৎসরের বৃদ্ধ পীরবেশী তছির আলীকে প্রথমে গ্রেফতার করা হয়। তার সংগে নগদ ৮০০ টাকা ও একটা গােপন গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়। সেই দলিলে কোন কোন জায়গায় মুক্তিফৌজ ও অফিসাররা এবং নেতারা থাকেন, ভারতীয় সৈন্যরা কোথায় কোথায় আছে প্রভৃতি বহুবিধ সংবাদ সংগ্রহের নির্দেশ আছে। পীরের সংগে পূর্বে ভারতীয় বর্তমানে সিলেটের বাসিন্দা মানিক মিয়া নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাহাদের জবানবন্দীতে জানা যায় ইতিমধ্যে ১৮ জন ভারতীয় যুবককে গুপ্তচর বৃত্তি প্রশিক্ষণের জন্য পাকফৌজের নিকট প্রেরণ করা হয়েছে। আরাে কিছু সংখ্যক প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।
তাহাদের জবানবন্দীর পর বাহাদুরপুরের মুহিবুর রহমান চৌধুরী, সরবুদ্দীন, তছির আলী, কুটুসুনা ইশ্বরশ্রীর ইছাক আলী ও রইছ আলীকে গ্রেপ্তার করা হয়। তাহার বর্তমানে নিরাপত্তা বাহিনীর পরীক্ষাধীনে আছে। আরাে কিছু সংখ্যক লােককে সন্ধান করা হচ্ছে বলে জানা যায়।

সূত্র: দৃষ্টিপাত, ১৪ জুলাই ১৯৭১