You dont have javascript enabled! Please enable it! 1971.07.30 | সীমান্তবর্তী গ্রামে মর্টার শেল বিস্ফোরণে পাঁচটি শিশুর মৃত্যু | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

সীমান্তবর্তী গ্রামে মর্টার শেল বিস্ফোরণে পাঁচটি শিশুর মৃত্যু

গত ২৬শে জুলাই সােমবার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লাতু গাঁও সভার অন্তর্গত গন্ধক গ্রামের একটি বাড়ীতে একটি মর্টার শেল আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে একটি বালিকা সহ পাঁচটি
শিশু ঘটনাস্থলে মারা যায় এবং আরাে পাঁচব্যক্তি গুরুতরভাবে আহত হন। প্রকাশ যে, ঐ মর্টার শেলটিকে কয়েকটি শিশু খেলার সামগ্রী ভেবে তা নিয়ে খেলা করছিল, এর কিছুক্ষণ পরই সেটি বিস্ফোরিত হয় এবং ফলে পাঁচটি শিশু সংগে সংগেই মারা যায় এবং পাঁচব্যক্তি গুরুতরভাবে আহত হন। শেলটি কি করে শিশুদের হাতে এসেছিল, তা অবশ্য জানা যায় নি। ঘটনাটিকে অন্তর্ঘাতী কার্যকলাপের অন্তর্ভূক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

সূত্র: যুগশক্তি, ৩০ জুলাই ১৯৭১