২১ মার্চ ১৯৭১ঃ চট্টগ্রামে ভাসানী
বিকেলে চট্টগ্রাম ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী পোলো গ্রাউন্ডে এক বিশাল জনসভায় বলেন, বাংলাদেশের মুক্তি অবধারিত। আমরা পশ্চিম পাকিস্তানীদের দাসত্ব থেকে মুক্ত হব। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে সাত কোটি বাঙ্গালীর ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্দকতা সৃষ্টি করতে পারে। তিনি ইয়াহিয়াকে বাংলাদেশ থেকে অবিলম্বে পশ্চিম পাকিস্তানী সৈন্য সরিয়ে নিতে বলেন অন্যথায় তারা ফিরে যেতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারন করেন। তিনি জনগণকে আওয়ামী লীগের সংগ্রাম পরিষদের পতাকা তলে দলবদ্ধ হতে বলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেন সভায় তিনি মোনাজাত পরিচালনা করেন।