You dont have javascript enabled! Please enable it! 1971.06.23 | জকিগঞ্জে লুঠতরাজ ও খুন | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

জকিগঞ্জে লুঠতরাজ ও খুন

ভারত থেকে পলায়িত পঞ্চায়েত সভাপতি নিহত বাংলাদেশের জকিগঞ্জ এলাকায় প্রায় ৪০টী নমঃশূদ্র গ্রামে ব্যাপক লুঠতরাজ চলার ফলে সন্ত্রাসের সৃষ্টি হওয়ায় বহু শরণার্থী করিমগঞ্জে চলে আসছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় এই সকল লুঠতরাজের নেতৃত্ব গ্রহণ করেন তিরাশী গ্রাম নিবাসী মুহিবুর রহমান চৌধুরী। গত ১৬ই জুন মুক্তিযােদ্ধারা এই অত্যাচারী চৌধুরীকে খতম করে দেয় বলে প্রকাশ।।
মুসলিম লীগ পন্থী মুহিবুর রহমান চৌধুরী (ভারতের) দক্ষিণ বদরপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি ছিলেন। গত বৎসর তিনি সভাপতি থাকা অবস্থাতেই পাকিস্তানে পালিয়ে যান। তাহার পরিবারের লােকজনরা ভারতেই বাস করেন। সম্প্রতি মহাকল থেকে তিন জন এবং খলা থেকে একজন দুর্ধর্ষ প্রকৃতির লােক ও তাহার ছােট ভাই লুঠতরাজে সাহায্য করার জন্য জকিগঞ্জে যায়। কিন্তু মুহিবুর রহমানের মৃত্যুর পর আবার তাহারা এই পারে বাড়ীতে পলাইয়া আসে বলেও একটী অসমর্থিত সংবাদ পাওয়া গেছে।

সূত্র: দৃষ্টিপাত, ২৩ জুন ১৯৭১