মুক্ত বাংলায় অকারণ যাতায়াত বন্ধ হউক
গত ৩১শে মার্চ করিমগঞ্জ সীমান্তবর্তী কুশাশিয়ারা নদীর অপর পারের সমগ্র অংশই মুক্ত এলাকায় পরিণত হয়, অতঃপর আমাদের এতদঞ্চল হইতে দলে দলে যাতায়াত একটি উপদ্রবে পরিণত হইয়াছে বলা যায়। কতকগুলি গুরুত্বপূর্ণ কারণে এই যাতায়াত অবিলম্বে কঠোর হস্তে বন্ধ করা প্রয়ােজন। প্রথমতঃ মুক্ত বাংলায় একটি মরণপণ বিপ্লব চলিতেছে, শুধুমাত্র কৌতূহল চরিতার্থ করা বা তামাসা দেখার জন্য সেখানে যাওয়ার মধ্যে অপরিণত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়তঃ যাহারা সেখানে যান, তাহাদের অধিকাংশেরই কোনরূপ রাজনৈতিক শিক্ষা দীক্ষা নাই, পূর্ববাংলা আন্দোলনের সহিতও তাহাদের কোনরূপ আনুপূর্বিক পরিচয় নাই। ইহাদের যে কোন দায়িত্বজ্ঞানহীন উক্তির জন্য ঐ অঞ্চলে অধিবাসীদের মনে ভ্রান্ত ধারণার সৃষ্টি হইতে পারে অথবা ইয়াহিয়া খানের দালালরা ইহার সুযােগ লইতে পারে। কতকগুলি বস্তু ঐ পারে সস্তায় পাওয়া যায়, সেই জন্য একদল উৎসাহী ক্রেতা এমন কি বড় বড় ব্যবসায়ী পৰ্যন্ত সওদা করিতে যাতায়াত করেন। ইহাদের অর্থ লিঙ্গা এবং বেনিয়া মনােবৃত্তির নিন্দা করিবার কোনরূপ ভাষা নাই।
সীমান্তে অনর্থক ভীড় না করার জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক নির্দেশ দান করিয়াছেন। আমরা আশা করি স্থানীয় প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনী এই নির্দেশ কঠোরভাবে প্রয়ােগ করিবেন।
—জনৈক নাগরিক
সূত্র: যুগশক্তি, ৯ এপ্রিল ১৯৭১