দৃষ্টিহীনের দৃষ্টিপাত
“– শােন একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ
স্বরের ধ্বনি প্রতিধ্বনী আকাশে বাতাসে উঠে রণি।”
আকাশবাণীর সংবাদ বিচিত্রায় আমাদের মনের কথারই প্রতিধ্বনী হইয়াছে। মুজিবর কোথায় আছেন জানি না, কিন্তু বাঙালাদেশের স্বাধীনতার স্পৃহার আগুন তিনি জালাইয়াছেন জহলাদ ইয়াহিয়া তা করিতে পারিবে না। সে আগুন জ্বলছে, জ্বলবে। রবিবারের (১৮/8) সকালে মুজিবনগরের আম্রকুঞ্জে বাঙালাদেশ সরকারের গঠন ও অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দৃপ্ত কণ্ঠস্বর আমরা বেতারে শুনিয়াছি। শুনিয়াছি বাঙালা বাহিনীর সর্বাধিনায়ক সিলেট নিবাসী কর্ণেল ওসমানের দৃপ্ত ঘােষণা। যে আম্রকুঞ্জে একদিন সওয়া দু’শ বৎসর পূর্বে বাঙালার স্বাধীনতা অস্ত গিয়াছিল আবার সেইরূপ একটি আম্রকুঞ্জেই বাঙালাদেশের স্বাধীনতার অমর বানী [ণ] পাঠ করা হইল। শতাধিক সাংবাদিক ও সহস্র সহস্র ব্যক্তি উহা শুনিল এবং জয় বাঙালী আওয়াজে দিগবিদিক মুখরিত করিল।।
সূত্র: দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১