দৃষ্টিহীনের দৃষ্টিপাত
ত্রিপুরা পশ্চিমবঙ্গ বা আসামের অন্যান্য সীমান্তে সাংবাদিক ও সংবাদ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিজেরা প্রাণের ঝুঁকি নিয়া যেসব সংবাদ এপারে সংগ্রহ করিয়া আনিতেছেন, তাহা সত্যই প্রশংসনীয়। আমাদের কাছাড় জেলার কোন সাংবাদিককে প্রকৃত সংঘর্ষের স্থানে বা শ্রীহট্টে নিজে উপস্থিত হইয়া তাজা খবর সংগ্রহ করিতেছেন বলে শুনি নাই। মুক্তাঙ্গণ ঘুরিয়া আসিয়া অনেকে সাময়িক পত্র পত্রিকায় তাহাদের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। বাঙ্গলা দেশের জনসাধারণ কি অটুট দৃঢ়তা ও মনােবল নিয়া জালিমশাহীর মােকাবিলা করিতেছেন তাহার পরিচয় এইসব প্রবন্ধে পাওয়া যায়। এই যুদ্ধের কল্যানে [ণ) অলক্ষ্যে যে সাহিত্য সৃষ্টি হইতাছে তাহা সত্যিই অপূর্ব। এমন কতকগুলি অভিজ্ঞতার বিবরণ কাছাড়ের পত্র পত্রিকাতে প্রকাশিত হইয়াছে তাহা সংবাদ হিসেবে নগন্য [ণ্য] হইলেও সাহিত্য হিসেবে তাদের প্রশংসা না করিয়া পারা যায় না। আমার লেখক বন্ধুদেরে আমি অভিনন্দন জানাই।
সূত্র: দৃষ্টিপাত, ২৮ এপ্রিল ১৯৭১