You dont have javascript enabled! Please enable it! 1971.04.30 | করিমগঞ্জ প্রাইমারী শিক্ষক সম্মিলনীর অধিবেশনে পূর্ববঙ্গে হত্যাকাণ্ডের নিন্দা | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

করিমগঞ্জ প্রাইমারী শিক্ষক সম্মিলনীর অধিবেশনে পূর্ববঙ্গে হত্যাকাণ্ডের নিন্দা

বিগত ১৮ এপ্রিল তারিখে করিমগঞ্জ মহকুমা প্রাইমারী শিক্ষক সম্মিলনীর কার্য নির্বাহক সমিতির অষ্টাদশ বার্ষিক অধিবেশনে বাংলাদেশের নিরীহ জনসাধারণের উপর পাকিস্তানী সামরিক শাসনের বর্বরােচিত পৈশাচিক নারীলাঞ্ছনা, শিশু, শিক্ষক, বৈজ্ঞানিক, ডাক্তার ও বুদ্ধিজীবীগণকে নির্বিচারে হত্যার জন্য তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অত্যাচারিত লাঞ্ছিত পরিবারবর্গের প্রতি পূর্ণ সহানুভূতি জ্ঞাপন করা হয়। সভায় অবিলম্বে বিপ্লবী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্যও ভারত সরকারের নিকট দাবী জানান হয়। অপর একটি প্রস্তাবে বাংলাদেশের লাঞ্ছিত পরিবারবর্গের সাহায্যের জন্য বাংলাদেশের ত্রাণ তহবিলে এক হাজার টাকা দান করার নিমিত্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র: যুগশক্তি, ৩০ এপ্রিল ১৯৭১