সম্পাদকীয়: করিমগঞ্জবাসী সহৃদয় জনদরদী জনসাধারণের প্রতি নিবেদন
রাজনৈতিক এবং সামাজিক মর্যাদাবােধে সদা অনুপ্রাণিত করিমগঞ্জবাসী জনসাধারণ, বিশেষভাবে ছাত্র ও যুবসমাজের অকৃত্রিম দেশপ্রেম এবং মানবতাবােধ সম্বন্ধে আমাদের অপরিসীম শ্রদ্ধা থাকা সত্ত্বেও বাংলাদেশের সাম্প্রতিক মুক্তিযুদ্ধের পটভূমিকায় আমরা বাংলাদেশ সীমান্তিক সর্বশ্রেণী এবং সর্বধর্মীয় দেশবাসীর কাছে বিনীত আবেদন জানাইতেছি সর্বপ্রযত্নে সংযম, আত্মীয়ে দৃঢ়তা এবং মানবতাবােধ রক্ষা করিয়া আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের জনগণের চরম সংকট মুহূর্তে যেন উপযুক্ত মনুষ্যত্বের পরিচয় দেই। | পাকিস্তানের দুর্ধর্ষ জঙ্গীশাহী বাংলাদেশে নিধনযজ্ঞে বার বার মুক্তিকামী দুর্বার শক্তির কাচেছি] পরাভূত হইয়া এখন আমাদের এলাকায় ওদের চর অনুচরদের অনুপ্রবেশ ঘটাইয়া আমাদের অঞ্চ মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করিতে অগ্রসর হইয়াছে। এই অশুভ চক্রান্ত আমাদের সমবেত চেষ্টায় ব্যর্থ করিতে আমরা সর্বসাধারণকে আহ্বান জানাইতেছি। প্ররােচনা যত তীব্রই হউক না কেন আমরা যেন আমাদের চিরন্তন ঐতিহ্য অনুযায়ী সংযম রক্ষা করি।
বর্তমান অবস্থায় আমাদের একমাত্র কর্তব্য বাংলাদেশের মুক্তিসংগ্রামীদের এই পরমানবিক আত্মবলিদানে সৰ্ব্বতে প্রযত্নে তাহাদের ন্যূনতম জীবনধারণ সমস্যা দূরীকরণে সহায়তা প্রদান। উৎপীড়নকারীর বিরুদ্ধে উৎপীড়িতদের সংগ্রামই ধৰ্ম্মযুদ্ধ। এই সংগ্রামে মুক্তিসেনাদের জয় অবশ্যম্ভাবী।
সূত্র: দৃষ্টিপাত, ১৪ এপ্রিল ১৯৭১