বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার
গত ১১ই আগস্ট হইতে রাওয়ালপিণ্ডির কোন সামরিক আদালতে গােপনীয়ভাবে শেখ মুজিবুর রহমানের বিচার আরম্ভ হইয়াছে।
শেখ মুজিবের বিচার সম্পর্কে লােকসভায় প্রদত্ত এক ভাষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী সিং পাকিস্তানকে এই বলিয়া সতর্ক করিয়া দিয়াছেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রাণদণ্ড হইলে জঙ্গী শাহীকে তার অবশ্যম্ভাবী ফল ভােগ করিতে হইবে।
প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী রাষ্ট্রসংঘের সেক্রেটারী জেনারেল মিঃ উ থান্টের নিকট প্রেরিত এক জরুরী বার্তায় ফ্যাসিষ্ট সেনাপতি ইয়াহিয়া যাহাতে শেখ মুজিবের প্রাণের ক্ষতি করিতে না পারেন তজ্জন্য তাঁহার প্রভাব বিস্তার করিতে অনুরােধ জানাইয়াছেন। তাহা ছাড়া বিশ্বের সকল রাষ্ট্রের প্রতি এক আবেদনে শ্রীমতী গান্ধী মুজিবুর রহমানের প্রাণ রক্ষার্থে ইয়াহিয়া শাহীর উপর চাপ সৃষ্টি করিতে অনুরােধ করিয়াছেন| পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্যাপারে গভীর উদ্বেগ পরিলক্ষিত হইতেছে। বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তাজউদ্দিন আহমদ সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে এক আবেদনে শেখ মুজিবের বিনাসৰ্ত্তে মুক্তিদানের জন্য পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টির জন্য আহ্বান জানাইয়াছেন।
লণ্ডনে প্রায় ৫ হাজার জনতা আমেরিকা ও রাশিয়ার দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করতঃ মুজিবের বিচার সম্পর্কিত প্রহসন বন্ধ করার জন্য সক্রিয় ব্যবস্থা অবলম্বনের জন্য দাবী জানাইয়াছেন।
সূত্র: আজাদ, ১৫ আগস্ট ১৯৭১