You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | বাংলাদেশের সমর্থনে | আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের সমর্থনে

বাংলাদেশ সরকারকে আপনারা সমর্থন করুন আমিও সৰ্বান্তকরণে সমর্থন করিতেছি বিপুল করতালির মধ্যে শ্রীহক চৌধুরী এই কথা বলেন। পশ্চিমীদের দ্বারা উপেক্ষিত অনাদৃত পূর্ববঙ্গের জনগণ শােষণ মুক্তির উদ্দেশ্যে এহিয়া খানের কামান বিমান ট্যাঙ্কের সামনে আত্মাহুতি দিতেছে, তাহাদের প্রতি শুধু ভারতের কেন সারা বিশ্বের আন্তরিক সমর্থন থাকা মানবিক কৰ্ত্তব্য। মুক্তি সগ্রামী লক্ষ লক্ষ লােককে এহিয়া খান আধুনিক কালের অস্ত্র। শস্ত্রের দ্বারা হত্যা করিয়া যে ঘৃণ্য নজির স্থাপন করিয়াছেন তাহা ইসলাম ধর্ম কেন কোন ধর্মে স্বীকৃত নহে।
এহিয়া খান ইসলাম ধর্মের প্রতি ও স্বাধীনতালি মানুষের উপর যে চরম বিশ্বাসঘাতকতা করিতেছে। ইতিহাস এবং মানুষ তাহাকে ক্ষমা করিতে পারে না। পাকিস্তান হইতে যাহারা প্রাণভয়ে ভারতে আসিতেছে তাহাদের সর্বপ্রকার সাহায্য ভারত সরকার দিতেছেন এবং তাহাদের প্রতি পূর্ণ সহানুভূতি ও সাহায্য দান। সকলের অবশ্য কর্তব্য। খােলা বর্ডারের সুযােগে এহিয়াখানের চরেরা ভারতে প্রবেশ করিতেছে। তাহারা আমাদের দেশের ঐক্য ও সংহতি নষ্ট করার জন্য তাহাদের প্রতি সকলকে অত্যন্ত হুশিয়ার থাকিবে হইবে, তাহাদের উস্কানীও ফাঁদে পা দিলে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হইবে আমরা পিছাইয়া পড়িবে।

সূত্র: আজাদ, ১২ মে ১৯৭১