কাছাড়ে আরাে শরণার্থী
মেঘালয়ে বালাট ও মাইলাম শরণার্থী শিবিরে অত্যধিক চাপ সৃষ্টি হওয়ার ফলে আসাম সরকার সেই সকল ক্যাম্প থেকে ৫০ হাজার শরণার্থীকে আসামে নিয়ে আসতে সম্মত হন। এই সকল শরণার্থীদের বেশীরভাগকেই কাছাড়ে আশ্রয়দানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও মিজো পাহাড় জেলা থেকেও আরাে ২০ হাজার শরণার্থীকে আনা হচ্ছে।
এই সকল শরণার্থীদের রাখার স্থান নির্ণয়ের জন্য প্রাদেশিক ত্রাণমন্ত্রী শ্রীযােগেন সইকীয়া আগামীকল্য করিমগঞ্জ এসে পৌছাবেন।
সূত্র: দৃষ্টিপাত, ১০ নভেম্বর ১৯৭১