করিমগঞ্জে শরণার্থী আগমন অব্যাহত
সীমান্ত অতিক্রম করে এখনও প্রতিদিন অসংখ্য শরণার্থী করিমগঞ্জে আসছেন। ট্রানজিট ক্যাম্পে পাঁচ হাজারেরও বেশী শরণার্থী রয়েছেন। কালীগঞ্জে নতুন শিবির নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরই ট্রানজিট ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নেওয়া হবে।
শরণার্থী আগমন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে অবিলম্বে আরও নতুন শিবির নির্মাণের ব্যবস্থা না হলে অবস্থা গুরুতর আকার ধারণ করবে। কারণ আধাস্থায়ী শিবিরগুলােতে তিলধারণের স্থান নেই। প্রকাশ যে, সম্প্রতি ত্রাণ কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কাছাড়ের ডেপুটি কমিশনার ও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সূত্র: যুগশক্তি, ৫ নভেম্বর ১৯৭১