শরণার্থী আগমন অব্যাহত
আসাম ও মেঘালয়ে শরণার্থী আগমন বর্তমানে অব্যাহত আছে। করিমগঞ্জ শহরের স্কুল-কলেজগুলি এক প্রকার খালি করে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলি আবার ভর্তি হতে সুরু করেছে।
সরকারী হিসাবে আসাম ও মেঘালয়ে ৪,১৬,০৪৩ জন শরণার্থী এসেছে। তার মধ্যে ৩,৪৬,৫৬০ জন। বিভিন্ন শিবিরে আছেন। ১০ হাজারেরও অধিক সংখ্যক শরণার্থীর এখনও রেজিষ্ট্রেশনের বাকী।
অবিলম্বে কিছু অধিক সংখ্যক অস্থায়ী শিবির তৈরী করা না হলে করিমগঞ্জ মহকুমা তথা বিভিন্ন মহকুমায় স্কুল কলেজ খােলা সম্ভব হয়ে উঠবে না। আমরা এই সম্পর্কে কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করি।
সূত্র: দৃষ্টিপাত, ৩০ জুন ১৯৭১