মিজোজিলায় বাংলাদেশের শরণার্থী
নির্ভরযােগ্য সূত্রে প্রাপ্ত সংবাদে প্রকাশ গত ২২ শে জুন পর্যন্ত মিজো জিলার দক্ষিণ প্রান্ত দিয়া- ১৫ হাজারের অধিক শরণার্থী বাংলাদেশ হইতে ঐ জিলায় প্রবেশ করিয়াছেন।
জিলার প্রশাসনিক কর্তৃপক্ষ তাহাদের জন্য খাদ্য, ঔষধ ও আশ্রয়ের ব্যবস্থা করিতেছেন। ডিমাগিরি, টুইচাও, পাচাং প্রভৃতি স্থানে অস্থায়ী আশ্রয় শিবির নির্মিত হইতেছে। মিজো পুরুষ-মহিলারা বাঁশ বেত ছনের দ্বারা ছােট ছােট আশ্রয় শিবির নির্মাণ করিতেছেন।
প্রায় ৬০ খানা বাঁশবেতের শিবির তৈয়ার হইয়াছে এবং আরাে হইতেছে। পাচাং নামক স্থানে আরাে ১৬০ খানা শিবির তৈয়ার হইয়াছে। শরণার্থীদের অনেককেই শিবচরে এবং অন্যত্র পাঠান হইতেছে।
সূত্র: আজাদ, ৭ জুলাই ১৯৭১