You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | দাসগ্রাম শরণার্থী | আজাদ - সংগ্রামের নোটবুক

দাসগ্রাম শরণার্থী

শিবির বাংলাদেশের শরণার্থীগণের জন্য করিমগঞ্জ মহকুমার দাসগ্রামে নূতন শরণার্থী স্থায়ী শিবির নির্মাণ করা হইয়াছে। দাসগ্রামে লক্ষাধিক টাকা ব্যয়ে নূতন হাসপাতাল, লঙ্গাইনদী তীরবর্তী পূর্তবিভাগীয় রাস্তা সংলগ্ন সুন্দর স্বাস্থ্যকর মুক্তপ্রাঙ্গন সমভূমি থাকায় শরণার্থীগণের বসবাসে স্বাস্থ্যর পক্ষেও সহায়ক হইবে।
বিগত ১লা মে তারিখে আসামের মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্র মােহন চৌধুরী, অর্থমন্ত্রী শ্রীকামাখ্যা প্রসাদ ত্রিপাঠী, পূর্তমন্ত্রী শ্রী আলতাফ হােসেন মজুমদার, ত্রাণমন্ত্রী শ্রীসাধন রঞ্জন সরকার, শ্রীদুলাল চন্দ্র বড়ুয়ার নেতৃত্বে গঠিত এম,এল, এ প্রতিনিধিদল দাসগ্রাম শরণার্থী শিবির পরিদর্শন করিয়া সস্তুষ্টি প্রকাশ করিয়াছেন। বর্তমানে দাসগ্রামে দশটী প্রশস্ত গৃহ নির্মাণ করা হইয়াছে। পর্যাপ্ত গৃহনির্মাণ উপযােগী সমতলভূমি থাকায় নূতন আরও শরণার্থী গৃহ নির্মাণ করিয়া সহরাঞ্চলের শরণার্থী জনিত চাপ বহুলাংশে হ্রাস করা সম্ভব হইবে।

সূত্র: আজাদ, ২৬ মে ১৯৭১