শরণার্থীদের পরিদর্শনে আসামের দুইজন মন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে সিলেট জেলা থেকে বিভিন্ন রাস্তা দিয়ে কুড়ি হাজারেরও অধিক শরণার্থী করিমগঞ্জ মহকুমায় প্রবেশ করেছেন। এদের বেশির ভাগই আত্মীয় স্বজনের গৃহে আশ্রয় নিয়েছেন। কিছু সংখ্যক সরকারী শিবিরগুলিতেও আশ্রয় নিয়েছেন। নয়টী আশ্রয় শিবিরে স্থান সংকুলান হওয়ায় অবিলম্বে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে আশ্রয় শিবির নির্মিত হচ্ছে।
শরণার্থীদের পরিদর্শণের জন্য গত ১৬ই এপ্রিল রাষ্ট্রমন্ত্রী শ্রীজগন্নাথ সিং ও ২০ শে এপ্রিল মন্ত্রী শ্রী আলতাফ হুসেন মজুমদার, এম পি শ্রীমহীতােষ পুরকায়স্থ ও শ্রীনীহার লস্কর করিমগঞ্জে আসেন। ত্রাণকার্য্যে বিভিন্ন অসুবিধার প্রতি স্থানীয় নেতৃবৃন্দ তাহাদের দৃষ্টি আকর্ষণ করেন।
সূত্র: দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১