বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধিদল
বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত শহর করিমগঞ্জে হাজার হাজার শরণার্থীদের আগমনে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। পাকিস্তানী মুদ্রা পরিবর্তনে ব্যবসায়ীরা অতি মুনাফা সুশুিরু করেছেন। দ্রব্যমূল্য অস্বাভাবীক বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও ত্রাণ কার্য্যে বিভিন্ন ধরণের অসুবিধা সৃষ্টি হয়েছে। এই সকল বিষয় উচ্চ পর্যায়ে আলােচনা করার জন্য করিমগঞ্জ “বাংলাদেশ ত্রাণ কমিটীর” পক্ষে সভাপতি শ্রীসুরেশচন্দ্র দেব, সহসভাপতি শ্রীনলিনী কান্ত দাস ও বিধায়ক শ্রীরথীন্দ্রনাথ সেন গত ১৮ই এপ্রিল শিলং রওয়ানা হয়ে গেছেন। সেখান থেকে তারা কোলকাতা হয়ে দিল্লী পৰ্য্যন্ত যেতে পারেন বলে জানা যায়।
সূত্র: দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১