করিমগঞ্জে শরণার্থী আগমন অব্যাহত
বাংলাদেশের বিভিন্ন জেলা হইতে বিশেষভাবে শ্রীহট্ট জেলা হইতে বিভিন্ন রাস্তা দিয়া ২৫ হাজারেরও অধিক শরণার্থী করিমগঞ্জ মহকুমায় প্রবেশ করিয়াছেন। তাহাদের বেশীর ভাগই আত্মীয়স্বজনের গৃহে আশ্রয় নিয়াছেন। অন্যান্যরা সরকারী শিবিরগুলিতে আশ্রয় নিয়াছেন নয়টি আশ্রয় শিবিরে স্থান সংকুলান হইতেছেনা। অবিলম্বে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে স্থায়ী আশ্রয় শিবির নির্মিত হইতেছে।
শরণার্থীদের পরিদর্শনের জন্য গত ১৬ই এপ্রিল শ্রী জগন্নাথ সিং ও ২০শে এপ্রিল মন্ত্রী শ্রীআলতাফ হুসেন মজুমদার এবং এম পি শ্রীমহীতােষ পুরকায়স্থ ও শ্রী নীহার লস্কর করিমগঞ্জে আসেন। ত্রাণ কার্য্যে বিভিন্ন অসুবিধার প্রতি স্থানীয় নেতৃবৃন্দ তাহাদের দৃষ্টি আকর্ষণ করেন।
সূত্র: যুগশক্তি, ২৩ এপ্রিল ১৯৭১