You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের দূর্গতদের সমর্থন

দিল্লীতে জমিয়েতুল উলেমা হিন্দের কার্যকরী সমিতির এক সভায় পূর্ব বাংলার নারকীয় হত্যাকাণ্ডের প্রতি ধিক্কার জানাইয়া বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হইয়াছে। খামিন [?] সম্প্রদায়ের এক সভায়ও অনুরূপ সিদ্ধান্ত গৃহীত হইয়াছে।

সূত্র: দৃষ্টিপাত, ২৮ এপ্রিল ১৯৭১