You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | পাক ভারত যুদ্ধে ভারত তার নিজের শক্তিতেই লড়বে- করিমগঞ্জ জনসভায় মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্রমােহন চৌধুরীর ভাষণ | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

পাক ভারত যুদ্ধে ভারত তার নিজের শক্তিতেই লড়বে
করিমগঞ্জ জনসভায় মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্রমােহন চৌধুরীর ভাষণ

আজ ৩রা ডিসেম্বর বিকাল তিনটায় করিমগঞ্জ সরকারী হাইয়ার সেকেণ্ডারী স্কুলের মাঠে পাঁচ সহস্র জনতার এক সভায় আসামের মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্রমােহন চৌধুরী বলেন যে গত ২১ শে নভেম্বর পাকিস্তানী আক্রমণের মােকাবিলায় করিমগঞ্জবাসী জনসাধারণ যে দৃঢ় মনােবল দেখিয়েছেন, তা সমগ্র দেশের পক্ষে দৃষ্টান্ত স্বরূপ। এই শহরকে রক্ষা করতে গিয়ে ভারতীয় বাহিনীর যে দুজন সৈনিক ও একজন অফিসার শহীদ হয়েছেন, তিনি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশ আন্দোলন এবং পাক ভারত সম্পর্কের বর্তমান পৰ্য্যায়ের সম্যক বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী বলেন যে যুদ্ধ এখন অনিবার্য হয়ে উঠেছে, এবং এ যুদ্ধে ভারত তার নিজের শক্তিতেই লড়বে। পাক অন্তর্ঘাতকদের সম্পর্কে জনসাধারণকে তিনি সতর্ক থাকতে বলেন এবং এদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক প্রমাণিত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন জনসাধারণ যেন সরকারের উপর এ বিশ্বাস রাখেন যে অন্তর্ঘাতকদের যথাযােগ্য শাস্তি দিতে কোন গাফিলতি দেখানাে হবে না, তবে দলীয় ও গােষ্ঠীগত রাজনীতিকে এ ব্যাপারে যেন টানা না হয়। মুখ্যমন্ত্রী সীমান্তবর্তী অঞ্চলগুলি ঐদিন পরিদর্শণ করেন।

সূত্র: যুগশক্তি, ৩ ডিসেম্বর ১৯৭১